ঢাকারোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ফের তিন দিনের রিমান্ডে সাবেক এমপি সোলাইমান সেলিম 

আরটিভি নিউজ 

বুধবার, ১২ মার্চ ২০২৫ , ১২:০৯ পিএম


loading/img
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক লালবাগ থানার এক হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ রিমান্ড আদেশ দেন। 

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে রিমান্ড বাতিল ও আসামিদের জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার দেশত্যাগের একদিন পর গত বছরের ৬ আগস্ট ভোরে লালবাগ থানার বেড়িবাঁধ এলাকায় বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালালে মাদরাসাছাত্র শাহেনুর রহমান (১৯) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মো. মাজেদুল ইসলাম গত ২৯ সেপ্টেম্বর লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গত বছরের ১৪ নভেম্বর গভীর রাতে ঢাকার গুলশান এলাকা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে অনেকগুলো হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করছেন তিনি।

আরটিভি/এসএইচএম/এস

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |